কম্পিউটার প্রশিক্ষন
ICT Knowledge পরিচালিত প্রতিষ্ঠান হতে একটি পদ্ধতিতে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন- (১) আমাদের পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে পারেন।
(১) আমাদের পরিচালিত যেকোন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েঃ
ICT Knowledge পরিচালিত প্রতিষ্ঠান “বাংলা কম্পিটার” দীর্ঘমাস যাবৎ কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে। এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি, সিলেবাস ও শেখানোর কলা-কৌশল অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। যার ফলে কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়ার কারণে অনেকে এ প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হয়ে উঠেন।
অত্র প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণার্থী জন্য কি কি সুযোগ-সুবিধা রয়েছে নিম্নে তা দেয়া হল-
১। নিরিবিলি ও মনোরম পরিবেশে বন্ধুত্ব সূলভ ক্লাস প্রদান
২। স্ব-স্ব ব্যাচে আলাদা-আলাদা ক্লাস
৩। দুর্বল প্রশিক্ষণার্থীদের প্রয়োজনে রয়েছে অতিরিক্ত ক্লাস
৪। রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সি. সি. ক্যামরা দ্ধারা নিয়ন্ত্রিত
৫। ক্লাস সহজে বুঝার জন্য বড় পর্দায় (মনিটরে) ক্লাস প্রদান
৬। নিয়মিত ক্লাস, অনুশীলন ও পরিক্ষা
৭। কোর্স করার পাশাপাশি আমাদের কাস্টমার সার্ভিস প্রদান করে আরও বেশি অভিজ্ঞতা, অনুশীলন করতে পারবেন।
৮। কোর্স শেষে ইন্টার্নি সুবিধা ও চাকুরী/ উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগীতা প্রদান।
কোর্স করতে যোগাযোগ করুনঃ মোবাঃ 01976-301287
ইমেলঃ banglacomputer15@gmail.com
অথবা গুগলে সার্চ করুন Bangla Computer
ঠিকানাঃ মসজিদ এর পূর্ব পাশে, সৈয়দুর রহমান সুপার মার্কেট দোকান নং 02, ফার্মের মোর, ডেমরা, ঢাকা-1362.
0 Comments